কলকাতা: লন্ডনে ভগিনী নিবেদিতার পারিবারিক বাসভবনের সামনে ব্লু প্লেক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য আগামী মাসে লন্ডন যাবেন তিনি।

১৮৯৮ সালে ভারতে চলে আসার আগে পর্যন্ত নিবেদিতা ওই বাড়িতে থাকতেন।

ঐতিহাসিক চরিত্রদের বাসস্থান ও কর্মস্থলকে চিহ্নিত করতে ব্লু প্লেক বসানো হয়ে থাকে।

ভগিনী নিবেদিতার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১২ নভেম্বরের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী। উইম্বল্ডনে নিবেদিতার পারিবারিক বাসভবনে হবে ওই অনুষ্ঠান। তখনই ওই ব্লু প্লেক উদ্বোধন করবেন তিনি। সমাজ সেবায় ভগিনীর অবদানের কথা মাথায় রেখে ইংলিশ হেরিটেজ সংস্থা তাঁর বাসভবনের সামনে ব্লু প্লেক বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগে ঠিক হয়েছিল, এ মাসের ২৮ তারিখ নিবেদিতার জন্মদিনে বসানো হবে ওই ব্লু প্লেক। কিন্তু ওদিন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে কলকাতায়, মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত থাকার কথা। তাই দিনটি পরিবর্তন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী সুহিতানন্দ।

এ ছাড়া বাগবাজারে ভগিনীর বাড়িটির সংস্কার করে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ভেঙেচুরে যাওয়া দোতলা বাড়িটি অধিগ্রহণ করে তা সারদা মঠের হাতে তুলে দেয় রাজ্য সরকার। ৩ বছর ধরে বাড়িটির সংস্কার হয়েছে। বাড়িটিকে গ্রেড ওয়ান হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করেছে কলকাতা পুরনিগম।