কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের সৌজন্যের নজির। অসুস্থ প্রাক্তনকে দেখতে তাঁর বাড়িতে বর্তমান।
শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরে সম্পাদকমণ্ডলীর বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করায় তড়িঘড়ি অক্সিজেন দিতে হয় তাঁকে। ওইদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরিয়ে সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পাম অ্যাভিনিউয়ে পৌঁছন মমতা। সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী বলেন, শরীরের দিকে নজর দিতে হবে, ভাল থাকতে হবে।
বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতাকে চা খেতে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। ৭ মিনিট পর সন্ধে ৭টা ১২ মিনিটে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
বাড়ি থেকে বেরিয়ে এসে মমতা বলেছেন, ‘আমি তাঁকে দেখতে এসেছিলাম। তিনি আমাকে বসতে বললেন। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করলাম। তিনি চান, বাড়িতেই চিকিত্সা হোক। আমি তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছি এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছি’।
রাজনৈতিক দিক থেকে দুই মেরুতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে দূরত্বও বিস্তর। রাজনৈতিক মহলে যা রীতিমতো চর্চার বিষয়।
তা সত্বেও ২০১১ সালে ক্ষমতায় আসার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে, বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে কার্ড পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবকে নন্দন চত্বরের বাইরে বের করে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেও সপরিবার আসার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পাঠান কার্ডও। যদিও সেই অনুষ্ঠানে আসেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক পর্য়বেক্ষকদের একাংশের মতে, রাজনীতির ক্ষেত্রে হারিয়ে যেতে বসা সৌজন্যকে যে যথেষ্ঠ প্রাধান্য দিতে চান, এদিন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়ে সেটাই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অসুস্থ বুদ্ধদেবকে দেখতে বাড়িতে গেলেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 08:09 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -