কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় সেনা মোতায়েন করা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, ‘প্রতিহিংসার রাজনীতি চলছে. সেনা যতক্ষণ না যাবে, ততক্ষণ আমি নবান্নে থাকব।’

সেনার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘কেন পণ্যবাহী গাড়ির কাছ থেকে সেনা টাকা নিচ্ছে? রাজ্য কেন জানতে পারছে না? শুধু বাংলায় এ ধরণের ঘটনা ঘটছে কেন? অন্য রাজ্যে তো এই ঘটনা ঘটছে না। পুলিশ কমিশনার বললেও সেনা সরছে না। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলিতে সেনা নেমেছে। আমি মানুষের পক্ষে। জনগণের পাহারাদার হিসেবে সচিবালয়ে থাকব।’