কলকাতা: রামনবমী উপলক্ষ্যে মিছিল নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর। রামনবমী উপলক্ষ্যে সঙ্ঘ পরিবারের মেগা ইভেন্টে ছিল মিছিল, শোভাযাত্রা, অস্ত্র-প্রদর্শন। আর এই প্রেক্ষাপটে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রামনবমীকে নিজের বলে চালাবেন না। সুড়সুড়ি দেবেন না।
মুখ্যমন্ত্রী যোগ করেন, ইউপিতে বলছিল সবকা সাথ সবকা বিকাশ....বাংলায় এসে বলছে ভাগাভাগি চাই। এভাবে টুকরো টুকরো হয়ে যাবে। দেশ থাকবে না।
রামনবমী উপলক্ষ্যে গেরুয়া শিবিরের বিশাল আয়োজনের পাশাপাশি বুধবার রাস্তায় নামে তৃণমূলও। ওঠে জয় শ্রীরাম শ্লোগান....যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ভয়ে করতে হচ্ছে। দল ছেড়ে চলে যাচ্ছে।
যদিও, তৃণমূল এসব কথায় গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল এক নম্বর। দুই, তিন কে, ভাবছি না।
রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত বিজেপি। দলের রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠকের দাবি, এত বড় মিছিল অতীতে কখনও হয়নি।
পাল্টা বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি কালি পুজো করি। শীতলা পুজো করি। দুর্গাপুজো করি। আমরা বাসন্তী পুজো করিনি! নতুন করে ঢং হচ্ছে। বাসন্তী পুজোর নবমীই তো রামনবমী। মিছিলে ওম লিখে দিচ্ছে? কেন? দলের সঙ্গে ওম কেন?
এদিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, রাম নবমীতে সবাইকে শুভ কামনা। বিজেপি আবার এই ট্যুইটকে হাতিয়ার করেই ঘুরিয়ে কটাক্ষ করেছে। দিলীপ ঘোষ বলেন, আগে তো ঈদ, মহরমে করতেন। এখন এক্ষেত্রে করছেন দেখে ভাল লাগছে।
পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি বাড়িতে কালীপুজো করি, কেউ তো বলে না কেন করছ? রাজনীতির টানাপোড়েনের সৌজন্যে এক মেগা ইভেন্টের স্বাক্ষী থাকল রাজ্য।
রামনবমীকে নিজের বলে চালাবেন না, বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Apr 2017 08:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -