কলকাতা: ফের বিমান-বিভ্রাটের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ বাগডোগরা থেকে বিমান ওঠে। কলকাতায় তা অবতরণ করার কথা ছিল বিকেল ৫টা ৪৫ মিনিটে। কিন্তু, অভিযোগ, মাঝ আকাশেই আধ ঘণ্টা চক্কর খায় মুখ্যমন্ত্রীর বিমান। এনিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিনই কলকাতায় হার্দিক পটেলের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতার। বিমান বিভ্রাটের কারণে সেই বৈঠক বিলম্ব হওয়ায় বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যদিও, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর ওই বিমানে মুখ্যমন্ত্রী ছিলেন, এমন তথ্য ছিল না। তাদের দাবি, এয়ার ট্রাফিকে চাপ থাকাতেই বিলম্ব হয়েছে।
এই ঘটনা প্রথম নয়। অতীতেও বিমান-বিভ্রাটের কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৬ সালের নভেম্বরে পটনা থেকে কলকাতায় আসছিল মুখ্যমন্ত্রীর বিমান। অবতরণের অনুমতি না দেওয়ায় আধ ঘণ্টা আকাশে মুখ্যমন্ত্রীর বিমানের চক্কর।