কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ উপলক্ষ্যে একাধিক টুইট করে রাজ্যবাসীকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশে যোগ দিতে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতা এসে পৌঁছেছেন বলে তিনি জানিয়েছেন।

বাংলা ও ইংরেজিতে পরপর টুইট করেছেন মমতা। তিনি লিখেছেন, আজ #২১ জুলাই #শহিদ দিবস। আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৩ সালে ১৩ জন কর্মীকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন সরকার। প্রত্যেক বছরের মত এবছরও শহীদ স্মরণে ধর্মতলায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে।

সারা বাংলা তথা অন্যান্য রাজ্য থেকেও আমাদের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন শহরে। সবারে করি আহ্বান। ধর্মতলা চলো।

দেখুন তাঁর টুইটগুলি