কলকাতা: দাম্পত্য সম্পর্কে সন্দেহের কাঁটা! অশান্তি! উল্টোডাঙায় যুবকের অস্বাভাবিক মৃত্যু।মৃত যুবকের নাম দেবাশিস মাইতি।

বয়স ৩৪। মৃতের পরিবারের অভিযোগ, স্ত্রী পিউ এর সঙ্গে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল দেবাশিসের।

দম্পতির এক ছেলে ও এক মেয়ে।  দেবাশিস সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।

এই নিয়ে প্রতিবাদ করেন তিনি।  অভিযোগ, তারপরই স্ত্রীর বাপের বাড়ির সদস্যরা এসে জামাই দেবাশিসকে মারধর করেন।

বুধবার সকালে ঘর থেকে দেবাশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এরপর থেকেই মৃতের স্ত্রী  উধাও।

মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যদের মারধরের জেরেই অপমানে আত্মঘাতী হয়েছেন দেবাশিস।

মৃতের স্ত্রী সহ শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে উল্টোডাঙা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

যদিও, মৃতের শ্বশুর বাড়ির সদস্যদের অভিযোগ, মিথ্যা অভিযোগ করে তাঁদের বদনাম করা হচ্ছে। এই অভিযোগে, শুক্রবার মৃতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা।