বরানগর: রাতের বরানগরে টারজানের তরোয়ালবাজি। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ টারজান নামে এক ব্যক্তি তরোয়াল হাতে দাপাল এলাকা। তরোয়ালের কোপে ৬ জন আহত। এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চিৎকার করতে করতে তরোয়াল হাতে এক ব্যক্তি রাস্তায় ছুটতে থাকে। প্রথমেই স্থানীয় কয়েক জন যুবকের উপর চড়াও হয়। এলোপাথাড়িভাবে তরোয়াল চালায়। রক্তে ভেসে যায় রাস্তা। বুধবার সকালেও, রাস্তায় চাপ চাপ রক্ত।
স্থানীয় সূত্রে দাবি, এরপর ওই যুবক উন্মত্তের মতো ফের তরোয়াল ঘোরাতে ঘোরাতে ছুটতে থাকে। যেই থামাতে গিয়েছেন তার উপরই চড়াও হয়েছে। কারও হাতে, কারও পিঠে, কারও ঘাড়ে বসিয়েছে তরোয়ালের কোপ।
তরোয়ালের ঘায়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তার মধ্যে একজনকে আশঙ্কাজনক ভাবে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ।
রাতে আলমবাজারের কাছে আম্বেডকর কলোনি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বছর চল্লিশের ওই ব্যক্তির নাম সুরজ কুমার রাই ওরফে টারজান।
তাকে থানায় নিয়ে গেলে সেখানে ফের নাটক। অভিযোগ, বরানগর থানার মধ্যেই সাব ইন্সপেক্টরকে খুনের হুমকি দেয় টারজান। রীতিমতো তেড়ে যায়। পুলিশ অফিসাররা তাঁর হাত জাপটে ধরে পরিস্থিতি সামাল দেন। কিন্তু, টারজান তখনও ফুঁসছে। বার বার সে পুলিশ অফিসারদের খুনের হুমকি দিতে থাকে।
পুলিশ মনে করছে, এ একেবারে সাইকো কিলারের মতো আচরণ। ধৃত ব্যক্তির মানসিক কোনও সমস্যা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
বরানগরের আলমবাজারে এক যুবকের তলোয়ার নিয়ে হামলা, জখম ৫, কেন এমন করল সে, জানুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2018 10:51 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -