কলকাতা: নিজেই টাকা হাতিয়ে চুরির গল্প ফেঁদেছিলেন। অভিযোগ জানাতে গিয়েছিলেন থানাতেও। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। নিজেরই সংস্থার ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার চাটার্ড ফার্মের এক কর্মী। বৌবাজার থানার হাউড লেনের এই চাটার্ড ফার্মের পিওনের কাজ করতেন তরুণ মাইতি নামে ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বাঙুর অ্যাভিনিউ-তে এক মক্কেলের কাছ থেকে পনেরো লক্ষ টাকা সংগ্রহ করে সে। দুপুরে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে তরুণ দাবি করে, কেউ তাঁর ব্যাগ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু, বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। তরুণ মাইতিকেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন পুলিশ কর্মীরা। পুলিশের দাবি, দীর্ঘ জেরার মুখে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয় তরুণ।  সে জানায়, হাওড়ার আন্দুলের বাড়িতে টাকা রাখা আছে।
এরপর তরুণ মাইতিকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। হাওড়ার আন্দুলের বাড়িতে উদ্ধার হয় ১৫ লক্ষ টাকা। রবিবার সকালে ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ।  জামিনের আবেদন করে অভিযুক্ত আইনজীবী।  কিন্তু, তরুণ মাইতি যে চাটার্ড ফার্মে কাজ করতেন, সেই চাটার্ড ফার্মের মালিক অনিল সারোগির আইনজীবী জামিনের বিরোধিতা করেননি।  দুপক্ষের বক্তব্য শোনার পর শেষপর্যন্ত তরুণ মাইতির জামিনের আবেদন মঞ্জুর করেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।