কলকাতা: বৃষ্টিভেজা রাতে প্রায় ৩০ ফুট লম্বা গাছের মগডালে বসে এক যুবক। নীচে ভিড় করে জনতা। গাছে চড়ে বসা ওই যুবক ক্রমাগত জাপানি পুলিশের সাহায্য চাইছে। এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন তপসিয়ার ক্রিস্টোফার রোডের বাসিন্দারা। সোমবার রাত ১০টা নাগাদ একটি বাড়ির নিমগাছে উঠে পড়ে বছর ২৪-এর ওই যুবক। নিজেকে জাপানি বলে পরিচয় দেয় সে। তড়িঘড়ি আসে দমকল, বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ। আনা হয় মই। যুবক বারেবারে জাপানি পুলিশের সাহায্য চাওয়ায় শেষমেশ নিয়ে আসা হয় এক দোভাষীকেও। যুবকের দাবি, সপ্তাহখানেক আগে জাপান থেকে ভারতে আসে সে। কিন্তু হারিয়ে ফেলে পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি।রাতভর ভোগান্তির পর শেষমেষ সকাল সাড়ে ৭টা নাগাদ পাশের পুকুরে ঝাঁপ দেয় ছেলেটি।