কলকাতা: কথায় বলে, কান টানলে মাথা আসে! ঠিক যে ভাবে বান্ধবীর মোবাইলের টাওয়ার লোকেশন ধরিয়ে দিল বন্ধুকে। তেজপাতার স্তূপের আড়ালে লুকিয়েও হল না রক্ষা! ৪০ লক্ষ টাকা লুঠের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন এক ব্যক্তি।


পুলিশ সূত্রে খবর, কলকাতার ম্যাঙ্গো লেনের ব্যবসায়ী মনোজ সাউ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান, গত ২৩ নভেম্বর, তাঁর সংস্থার কর্মী দেবীপ্রসাদ পালকে এক জায়গা থেকে, পাওনা ৪০ লক্ষ টাকা আনতে বলেছিলেন।


কিন্তু তারপর থেকে আর ওই ব্যক্তির খোঁজ মিলছে না। মোবাইল ফোনেও যোগাযোগ করা যায়নি। পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে অভিযুক্তের বান্ধবীর খোঁজ মেলে।


তাঁর মোবাইল ফোনের টাওয়ারের লোকশন ট্র্যাক করে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন এলাকা থেকে দেবীপ্রসাদকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় দীপঙ্কর মজুমদার নামে আরও একজনকে।


পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারির আশঙ্কায় রেললাইনের পাশে, শুকনো তেজপাতার স্তূপের আড়ালে লুকিয়ে ছিলেন দেবীপ্রসাদ। যদিও শেষ রক্ষা হয়নি। ৪০ লক্ষ টাকা আদায়ের পর তিনি সেই টাকা আত্মসাৎ করেছেন। ধৃত একথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে দাবি।


এরপরই তাঁকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয় সাড়ে ৩২ লক্ষ টাকা।