মনোহরপুকুরে দুই যুবকের বিরুদ্ধে ছাত্র্রীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2018 12:03 PM (IST)
মনোহরপুকুর: মনোহরপুকুরে দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গতকাল সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, সেসময় ছাত্রীর বাবাকে খোঁজার নাম করে বাড়িতে ঢুকে ২ যুবক তার শ্লীলতাহানি করে। তারা ঘর লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় বলে অভিযোগ। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।