কলকাতা: রেড রোডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড এলাকা। নতুন রঙের পোঁচ পড়ছে নবান্নে।
শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে রেড রোডে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার কথা নতুন মন্ত্রিসভার সদস্যদেরও। সূত্রের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। থাকবেন বাংলাদেশের এক মন্ত্রীও।
সবমিলিয়ে রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন চার হাজার অতিথি। হাই প্রোফাইল এই অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, শুক্রবার রেড রোড ও লাগোয়া এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৪ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। মোতায়েন থাকবেন এক হাজার পুলিশকর্মী। থাকবে চারটি কুইক রেসপন্স টিম। চারটি ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি।
শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার প্রথামাফিক রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাজির থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিদেশি অতিথি, মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2016 05:23 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -