কলকাতা: টানা বৃষ্টিতে বিপর্যয়। অসংখ্য ট্রেন বাতিলে দুর্ভোগ চরমে। প্রাকৃতিক দুর্যোগ দুই বঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। স্টেশনে-স্টেশনে চরম হয়রানির শিকার রেলযাত্রীরা। সোমবার বাতিল করা হয়েছে -- আপ ও ডাউন পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে লাইন জলমগ্ন হওয়ার কারণে, বাতিল হয়েছে -- হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল। অন্য সময় দিনভর সরগরম থাকে শিয়ালদার নাইন এ, নাইন বি এবং নাইন সি প্ল্যাটফর্ম। কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনটি প্ল্যাটফর্মই এখন কার্যত শুনসান। রেলপথ যখন জলের তলায়, তখন নড়ছে না বাসের চাকাও! ফলে যাঁরা বিকল্পের খোঁজ করছেন, তাঁদের শুকনো মুখে ফিরতে হচ্ছে বাসস্ট্যান্ড থেকেও। ধর্মতলার এনবিএসটিসি বাসস্ট্যান্ডে বালুরঘাট, মালদা, রায়গঞ্জে যাওয়ার হাতে গোনা কয়েকটি বাস দেখা গেলেও, কলকাতা থেকে কোনও বাস শিলিগুড়ি, কোচবিহারে ঢুকতে পারছে না। কারণ, সেখানে ভাসছে একাধিক এলাকা। প্রকৃতির কাছে অসহায় সরকারি পরিবহণ নিগমও। উত্তরবঙ্গে জলমগ্ন অবস্থায় দিন কাটছে হাজার হাজার মানুষের। আর জরুরি কাজে বাইরে বেরিয়ে ভোগান্তির শিকার এই মানুষগুলো।