ইএম বাইপাসের ধারে দত্তাবাদে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন, বন্ধ যান চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2020 07:27 PM (IST)
ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন।
কলকাতা: ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। পূর্বাসা আবাসনের পাশে পরপর ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বাইপাসে বন্ধ যান চলাচল। উদ্ধার কাজে মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী। বেলেঘাটা কানেক্টরে নিয়ন্ত্রিত যান চলাচল। ঘটনাস্থলে ফিরহাদ হাকিমও। একের পর এক ঝুপড়ি ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে। ঝুপড়ির মধ্যে যাঁরা ছিলেন সেই সমস্ত মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।এক ঘণ্টার পরও আয়ত্তের বাইরে আগুন। পুড়ে ছাই হয়ে যাওয়া বাসস্থান থেকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী হাতড়ে চলেছেন বাসিন্দারা। দমকল এক ঘণ্টা পরে আসে বলে অভিযোগ এলাকাবাসীদের একাংশের। উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও কাদাপড়ায় যানজট।