কলকাতা: বড়বাজারে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কলকাতা ও জেলায় এমন জায়গা রয়েছে, যেখানে রাস্তা অপরিসর হওয়ায় দমকল ঢুকতে পারে না। প্রবেশপথে মজুত থাকে দাহ্য পদার্থ। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গাইডলাইন মেনে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে বড়বাজারের শতাব্দী প্রাচীন বহুতলে আগুন এখনও জ্বলছে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। যে কোনও মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ভেঙে পড়েছে তিনতলার ছাদ ও কাঠের সিঁড়ি। পাশের বাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে দমকলকর্মীরা জানাচ্ছেন, পরিস্থিতি আগের থেকে অনেক ভাল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। আগুনে আহত হয়েছেন কয়েকজন দমকলকর্মী। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনের জেরে পোদ্দার কোর্ট সংলগ্ন রবীন্দ্র সরণির একাংশ ও ক্যানিং স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। চারিদিকে কালো ধোঁয়া!গ্যাসের সিলিন্ডারের কান ফাটানো বিস্ফোরণের শব্দ! অন্ধকার ঘিঞ্জি গলিতে আতঙ্কে হুড়োহুড়ি। সোমবার রাতে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী বড়বাজার। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৯টা। বাগড়ি মার্কেটের কাছে ৩ নম্বর আমড়াতলা লেনের এই বহুতলের দোতলার একটি গুদামে আগুন লাগে। খবর যায় দমকলে। যদিও তার আগেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। বহুতলের একাংশে রয়েছে প্লাস্টিকের গুদাম। আরেকাংশে রয়েছে কয়েকটি ফ্ল্যাট। সেখানে আটকে পড়েন অনেকে। যদিও তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিঞ্জি হওয়ায় ঢুকতে বেগ পেতে হয় দমকলকে। প্রথমে হোসপাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। পরে রাস্তা ফাঁকা করে বহুতলের কাছাকাছি পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রথমে ঘটনাস্থলে ছিল দমকলের ৫টি ইঞ্জিন......তারপর ১২.....১৫.....২০......৩০। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে দমকলের ইঞ্জিনের সংখ্যা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় । অগ্নিকাণ্ডের জেরে রবীন্দ্র সরণি ও মহাত্মা গাঁধী রোডের একাংশ বন্ধ করে দেয় পুলিশ। এরই মধ্যে বহুতলের ছাদ পর্যন্ত পৌঁছে যায় লেলিহান শিখা। এক তলা......দোতলা.....তিনতলা......বাড়িটির সব তলই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রে খবর, প্রথমে বহুতলের মধ্যে দোতলার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায়, সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আর বহুতলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।