কলকাতা: কলেজ স্কোয়ারে লাইফ সেভিয়ার ও সাঁতার প্রশিক্ষক কাজল দত্তর মৃত্যুতে নয়া মোড়। সুইমিং পুলের জল বের করা শুরু হতেই বেরিয়ে পড়ল অবৈধ নির্মাণের কাঠামো। ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন মেয়র পারিষদ(উদ্যান) দেবাশিস কুমার। তিনি বলেন, কাঠামো পুরো অবৈধ। ভেঙে দেব। এই ধরনের কাঠামো সাঁতারুদের ক্ষেত্রে মারাত্মক বিপজ্জনক।যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুরসভার সূত্রে খবর, যখন জল ভরা শুরু হয়, তখন সুইমিং পুলের দায়িত্বে থাকা ক্লাব জানায়, ১০ দিন পর জল ভরা হোক। কিন্তু অবৈধ নির্মাণের জন্য তৈরি কাঠামোর কথা না জানানোয় জল ভরে দেওয়া হয়।
বিরোধীদের প্রশ্ন, পুলের সামনে ওয়ার্ড অফিস থাকা সত্বেও কী করে এই অবৈধ নির্মাণ নজর এড়াল তৃণমূল কাউন্সিলরের? সিপিএম কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, ওয়ার্ড অফিস পাননি বলে রাস্তায় বসে কাজ করছিলেন। সেই ওয়ার্ড অফিসের কাছেই তো পুল। অথচ তিনি জানতেই পারলেন না।
এনিয়ে মুখ খুলতে চাননি কাউন্সিলর। ঘটনা নিয়ে মুখে কুলুপ অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষেরও। গত ১১ অগাস্ট পুলে সাঁতার কাটার সময় ওই কাঠামোতেই আটকে গিয়ে মৃত্যু হয় কাজলের।
কলেজ স্কোয়ারে মৃত্যু: সুইমিং পুলে অবৈধ কাঠামো, দাবি মেয়র পারিষদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 08:47 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -