কলকাতা: মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সাংসারিক নাট্যে নবতম অঙ্ক। মেয়রের গোলপার্কের আবাসনের বাইরে রাস্তায় গতকাল রাত থেকে অবস্থানে বসেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। আজ সকালে মেয়রের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকেই জামিন পান তিনি।
রত্নার বক্তব্য, তাঁদের মেয়ের বিদেশ যাত্রার জন্য ভিসার কাগজপত্রে বাবা হিসেবে শোভনের স্বাক্ষর করা জরুরি। কিন্তু মেয়র পত্নীর অভিযোগ, সেই সই করতে গত একমাস ধরে টালবাহানা করছেন মেয়র, কিছুতেই সই করছেন না। সই না করলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওদিকে আবার ঘটনাস্থলে মেয়র পত্নীর সামনে পাল্টা বিক্ষোভ দেখান মেয়র অনুগামীরা। রত্নার অভিযোগ, মেয়রের নির্দেশেই তাঁরা এসেছেন।
মেয়র ফোনে এবিপি আনন্দের কাছে অভিযোগ করেছেন, তাঁর শান্তিভঙ্গের জন্যই এই সব করেছেন রত্না। তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, ভুয়ো কাগজে সই করানোর চেষ্টা করেছেন।
শোভনের বাড়ির সামনে মেয়র পত্নীর ধর্না, গ্রেফতার করল পুলিশ, পরে জামিন
ABP Ananda, Web Desk
Updated at:
25 May 2018 08:18 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -