কলকাতা: বছর শেষে নতুন বছরকে স্বাগত জানাতে শহরজুড়ে উন্মাদনা। উৎসবের রেশ বজায় রাখতে অভিনব উদ্যোগ মেট্রো রেলের। রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে আজ শেষ মেট্রো ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে। চলবে ২৫০টি ট্রেন। রাত ১০টার পর থেকে ২০ মিনিট অন্তর চলবে ১৪ জোড়া মেট্রো।

ট্রেন চলাচলের সময়সীমার পাশাপাশি বাড়ানো হয়েছে মেট্রো রেলের নিরাপত্তাও। ময়দান, পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনে মোতায়েন থাকবে আরপিএফ-এর পাঁচজনের দল। দলে থাকবেন একজন আরপিএফ অফিসার ও মহিলা কর্মী। তিনটি স্টেশনে থাকবে স্নিফার ডগের নজরদারি। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে মেট্রো ভবন থেকেও। এছাড়া,  মেট্রো স্টেশন ও প্রতিটি মেট্রোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।