কলকাতা: সিএমআরআই-এ ধুন্ধুমারের রেশ কাটতে না কাটতে এবার অশান্তি এসএসকেএম-এ। রোগী-মৃত্যুর পর এবার রোগী ভর্তি নিয়ে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। মার, পাল্টা মারের অভিযোগ। ঘটনার সূত্রপাত, বুধবার রাত বারোটা নাগাদ। ডিমনেশিয়ায় আক্রান্ত হাওড়ার জগাছার বাসিন্দা দিলীপ মুখোপাধ্যায়কে আনা হয় এসএসকেএম হালসপাতালে। পরিবারের দাবি, বেড খালি নেই বলে জানিয়ে, রোগীকে ভর্তি নিয়ে গড়িমসি করেন কর্তব্যরত হবু চিকিৎসকরা। এনিয়ে হবু চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের বচসা হয়। বচসা থেকে হাতাহাতি। অভিযোগ মারধর করা হয় এক হবু চিকিৎসককে। খবর পেয়ে হস্টেল থেকে সেখানে চলে আসেন অন্যান্য হবু চিকিৎসকরা! রোগীর এক আত্মীয়কে হস্টেলে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মারধরে অভিযোগ অস্বীকার করে হবু চিকিৎসকদের দাবি, রোগীর পরিজনরাই, দালালের মাধ্যমে ভর্তি নিতে চাপ দেন। তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এক হবু চিকিৎসক বলেন, দালালচক্র নির্মূল করতে হবে। পরিকাঠামো ও নিরাপত্তা বাড়াতে হবে। হবু চিকিৎসককে মারধরের অভিযোগে সৌম্য মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার পরেও, বিক্ষোভ দেখাতে থাকেন হবু চিকিৎসকরা। ঘেরাও করা হয় সুপারকে। বৃহস্পতিবার হবু চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। এসএসকেএমের ডিরেক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায় জানান, ৩ সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে বৈঠক হবে। বিভাগীয় প্রধানদের সঙ্গেও কথা বলব। ধৃতকে এদিন তোলা হয় আলিপুর আদালতে। পুলিশ ধৃতকে হেফাজতে চাইলেও এক দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
রোগী ভর্তি ঘিরে এসএসকেএমে ধুন্ধুমার, জুনিয়র ডাক্তারকে ‘মারধর’, পাল্টা মারের অভিযোগ
Web Desk, ABP Ananda | 16 Feb 2017 08:38 PM (IST)