Howrah Bridge: হাওড়া ব্রিজে যাত্রীবাহী বাসে আগুন, সাময়িকভাবে বন্ধ যান চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2020 06:28 PM (IST)
ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে যাত্রীবাহী বাসে আগুন।কলকাতা থেকে হাওড়াগামী মিনিবাসে আগুন ধরে যায়।
হাওড়া : ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে যাত্রীবাহী বাসে আগুন।কলকাতা থেকে হাওড়াগামী মিনিবাসে আগুন ধরে যায়। হরিনাভি-হাওড়া স্টেশন রুটের ওই মিনিবাসে চালকের পাশে ইঞ্জিন থেকে লাগে আগুন।দ্রুত খালি করে দেওয়া হয় বাস। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে হাওড়া ব্রিজের যান চলাচল।