কলকাতা: কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ! ভয়াবহ ঘটনার সাক্ষী গার্ডেনরিচের বাসিন্দা কিশোরী।
শুক্রবার রাতে বাড়ি ফিরছিল ১৮ বছরের ওই কিশোরী। কিন্তু রোজকার চেনা পথেই যে ওঁৎ পেতে রয়েছে বিপদ, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। অভিযোগকারিণীর দাবি, গার্ডেনরিচের রামনগর লেন দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন সরু গলিতে নির্মীয়মাণ বহুতলের নীচে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। অভিযোগ, হঠাৎই কিশোরীর ওপর চড়াও হয় সে। কিশোরীকে টেনে হিঁচড়ে নির্মীয়মাণ বহুতলে নিয়ে গিয়ে, ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় চিৎকার করেও এলাকাবাসী কারও সাহায্য মেলেনি বলে দাবি কিশোরীর। যদিও ঘটনার কথা তাঁরা কিছুই জানতেন না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। অভিযুক্ত যুবক শেখ রিঙ্কু আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু হয়েছে।