কলকাতা:  কড়েয়া রোডে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।  অভিযুক্ত আলতাফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।পকসো আইনে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। নাবালিকাকে তার মামারবাড়ির তলা থেকে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে ধর্ষণ করে আলতাফ। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে।