কলকাতা: ধারে সিগারেট দিতে অস্বীকার করায় বাগুইআটির জ্যাংরায় দোকান মালিকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আটক মূল অভিযুক্ত-সহ ২। অভিযোগ, গতকাল সন্ধেয় রীতেশ কুমারের দোকানে এসে ধারে সিগারেটের প্যাকেট চায় রাজারহাটের দুষ্কৃতী নীলু ও তার দলবল। দিতে অস্বীকার করায়, দোকান মালিককে বেধড়ক মারধর করে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা। দোকানেও ভাঙচুর চালায় তারা। স্থানীয় লোকজন নীলু ও তার এক সঙ্গীকে ধরে ফেলে বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ২ জনকে আটক করেছে।