কলকাতা: দিনেদুপুরে ৯২ বছরের বৃদ্ধাকে ছুরি দেখিয়ে সর্বস্ব লুঠ! কোনও গ্রাম বা মফস্বল নয়, চাঞ্চল্যকর এই ঘটনাই ঘটেছে খাস কলকাতার বিডন স্ট্রিট এলাকায়।
রবিবার দুপুরে বিবেকানন্দ রোডের কাছে অসুস্থ এক আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন ৯২ বছর বয়সী শান্তিদেবী জয়সওয়াল। তাঁর অভিযোগ, আমহার্স্ট স্ট্রিট থানা থেকে কিছু দূরেই বিবেকানন্দ সোসাইটির সামনে নির্জন রাস্তায় তাঁর পথ আটকায় ২ যুবক। বৃদ্ধার দাবি, ধারাল অস্ত্র দেখিয়ে তাঁকে গয়নাগাঁটি খুলে দিতে বলে ওই যুবকরা। প্রাণভয়ে সব গয়না দুষ্কৃতীদের হাতে তুলে দেন শান্তিদেবী।
আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে বৃদ্ধার পরিবার। পুলিশ সূত্রে খবর, লুঠ হয়েছে ৪টি সোনার বালা, একজোড়া কানের দুল ও গলার সোনার চেন। সবমিলিয়ে ছিনতাই হওয়া গয়নার মূল্য লক্ষাধিক টাকা।
বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ আধিকারিকরা। গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানিয়েছেন, বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারিণীকে ডেকে লালবাজারে কথাও বলেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, বিবেকানন্দ সোসাইটির সামনে রাস্তা দিয়ে রোজ মন্দিরে যাতায়াত করেন বৃদ্ধা। তা সম্ভবত নজরে রেখেছিল দুষ্কৃতীরা। সুযোগ বুঝে বৃদ্ধার ওপর চড়াও হয় তারা।
বৃদ্ধার বিবরণের ভিত্তিতে গোয়েন্দারা ২ জনের স্কেচ তৈরি করেছেন। ২ ছাতু বিক্রেতাকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ।
দিনেদুপুরে ধারাল অস্ত্র দেখিয়ে ৯২ বছরের মহিলার সর্বস্ব 'লুঠ', আটক ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2016 03:03 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -