কলকাতা: সল্টলেকে ছাত্রী নিখোঁজ রহস্যে নয়া তথ্য। পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় বাড়ি থেকে পালায় ছাত্রী। দাবি পুলিশের। গতকাল রাত ১০টা ৫৭ মিনিটে ছাত্রীর মোবাইলের টাওয়াল লোকেশন মেলে গিরিশ পার্ক এলাকায়। তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল। এরপর ওই এলাকাজুড়ে তল্লাশি চালায় পুলিশ। ছাত্রীর ছবি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয় আশপাশের থানাগুলিকে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ ফের ছাত্রীর মোবাইল খোলে। রাজারহাটের সিটি সেন্টার টু এলাকায় টাওয়ার লোকেশন চিহ্নিত হয়। এরপর ওই ছাত্রীর বাবাকে নিয়ে সিটি সেন্টার টু-তে যায় পুলিশ। সেসময় একটি স্টলে দাঁড়িয়েছিল ওই ছাত্রী। পুলিশের দাবি, বাবাকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে সে। শেষপর্যন্ত বাবাই তাকে চিনিয়ে দেন পুলিশকর্মীদের।
মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে ছাত্রীর খোঁজ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার রাত ৮টা নাগাদ এফসি ব্লকে পাড়ার দোকানে যায় সল্টলেকের ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী। পরিবারের দাবি, রাত ১০টা নাগাদ অজানা নম্বর থেকে ফোন করে ওই ছাত্রী বাবাকে জানায়, ৩-৪ জন যুবক তাকে মুখে চাপা দিয়ে গাড়ি করে তুলে নিয়ে গিয়েছে। যদিও পুলিশের দাবি, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ নিজের মোবাইল থেকেই বাড়িতে ফোন করে ওই ছাত্রী। পুলিশ সূত্রে খবর, প্রথমে মোবাইলের টাওয়ার লোকেশন ছিল হুগলির কোন্নগরে। এরপর গিরিশ পার্ক এলাকায় রাত ১০টা ৫৭ মিনিটে শেষবার মেলে টাওয়ার লোকেশন। রাত ১১টা ১৫ মিনিটে বন্ধ হয়ে যায় ছাত্রীর মোবাইল। রাতে ওই ছাত্রীর কয়েকজন বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
বাবাকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা সফল হল না, খোঁজ মিলল সল্টলেকের ছাত্রীর
ABP Ananda, web desk
Updated at:
01 Apr 2017 08:55 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -