কলকাতা: ফের অটোতে শ্লীলতাহানির অভিযোগ। এবার বেহালার বুড়োশিবতলায় এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অপর যাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। বেহালায় চলন্ত অটোতে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বেহালা-টালিগঞ্জ ফাঁড়ি রুটের একটি অটোতে চড়ে রানিকুঠিতে যাচ্ছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ, বেহালার বুড়োশিবতলার কাছে অটোর এক যাত্রী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। ওই মহিলার চিত্কার শুনে অটো থামিয়ে দেন চালক। ছুটে আসে পথ-চলতি মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। বেহালায় অটোতে শ্লীলতাহানির ঘটনা এর আগেও ঘটেছে। বেহালার ঠাকুরপুকুরে চলন্ত অটো-তে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল চালকের বিরুদ্ধে। সম্মান রক্ষায় চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় এক কিশোরী।সেক্ষেত্রেও অভিযুক্ত অটো চালককে ধরে ফেলেছিল কর্তব্যরত ট্রাফিক পুলিশ।