কলকাতা: রাজভবনের সামনে চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ। ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন তরুণী।বাস নিয়ে পালানোর চেষ্টা করলে, পিছু ধাওয়া করে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ।

রাতের শহরে চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। এবার রাজভবনের সামনে।

শনিবার সন্ধেয় তালতলা থেকে বাবুঘাটগামী একটি বাসে ওঠেন এক তরুণী ও তাঁর বাবা। বাবার সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী। তাঁর দাবি, ইডেনে আইপিএলের ম্যাচ চলায়, রাস্তা বন্ধ থাকায় রাজভবনের সামনে বাস থামিয়ে দেন চালক। নেমে যেতে বলা হয় যাত্রীদের। বাস অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে রাজি হননি চালক। অভিযোগ, তরুণীর বাবা প্রতিবাদ জানালে তাঁকে মারধর করেন বাসচালক ও কন্ডাক্টর। বাধা দিতে গেলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

তরুণীর দাবি, ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই সময় বাস নিয়ে পালানোর চেষ্টা করলে, পিছু ধাওয়া করে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। ধৃত বাস চালক আব্দুল আজিজ ও কন্ডাক্টর গৌতম চক্রবর্তীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে।