কলকাতা:  ৫১৫ কোটি টাকা ‍ব্যাঙ্ক প্রতারণা মামলায় ব্যবসায়ী কৌস্তুভ রায় এবং শিবাজি পাঁজাকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। অভিযোগ, চিরাগ ব্র্যান্ড নেম ব্যবহার করে, বিভিন্ন সময়ে জাল নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৫১৫ কোটি টাকা ঋণ নেয় আর পি ইনফো সিস্টেম।

সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই আজ সংস্থার ডিরেক্টর কৌস্তুভকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। এর আগে ওই সংস্থার আরও দুই ডিরেক্টর শিবাজি পাঁজা ও বিনয় বাসনাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।