কলকাতা: ইডির নজরে এবার কলকাতার ব্যবসায়ী পারশমল লোঢার বাড়ি ও অফিস। বালিগঞ্জের কুইন্স পার্ক রোডে লোঢার বাড়ি ও বেহালার এসএন রায় রোডের অফিস। দুটি জায়গাতেই একসঙ্গে এদিন হানা দেয় ইডির বিশেষ তদন্তকারী দল।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হয় তল্লাশি। দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন কলকাতায় ইডির আধিকারিকরা। লোঢার অফিসের কর্মী ও বাড়ি পরিচারকদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। খতিয়ে দেখা হয় অফিসের কম্পিউটার বিভিন্ন ফাইল।
ইডি সূত্রে খবর, তল্লাশিতে এক মহিলার নামে থাকা সুইস ব্যাঙ্কের নথি সহ বেশকিছু কাগজপত্র পাওয়া গেছে। কাদের টাকা পারশমল লোঢা সাদা করেছেন, তার একটি তালিকাও করা হয়েছে। ইডির দাবি, সেই তালিকায় রয়েছেন কলকাতার বেশকয়েকজন বড় ব্যবসায়ী।
বিপুল পরিমাণ কালো টাকাকে সাদা করার অভিযোগে, কলকাতার ব্যবসায়ী পারশমল লোঢার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ইডি। সেই সব টাকাই কি পাঠানো হয়েছে সুইস ব্যাঙ্কে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, লোঢাকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতেই এদিনের তল্লাশি।