কলকাতা: রাজারহাটে দিল্লি পুলিশের হাতে আন্তঃরাজ্য কিডনি পাচারচক্রের মূল পাণ্ডার গ্রেফতারির পর এবার শহর থেকেই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

 

আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে। তাদের বিরুদ্ধে ইমেল হ্যাক করে ৩৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। চেতলায় এটিএমের সিসিটিভি ফুটেজের সূত্রে জালে দুই অভিযুক্ত। ধৃতদের নাম, সাবির আলি শেখ ও জাহিদ আকবর শেখ। ধৃতরা মোমিনপুর ও একবালপুর এলাকার বাসিন্দা।

 

ঘটনার সূত্রপাত মে মাসে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, প্রথমে সেখানকার এক কোম্পানির এমডি মধুসূদন দাগার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয়। তারপর ইমেল অ্যাকাউন্ট থেকে কোম্পানির তরফে সংশ্লিষ্ট ব্যাঙ্কে নির্দেশ যায়, দু’টি অ্যাকাউন্টে ৩৫ লক্ষ ৮৬ হাজার টাকা স্থানান্তরের। কিন্তু, কোম্পানির এমডি তাঁর অ্যাকাউন্টের সেন্ট মেল-এ গিয়ে দেখেন, সেখান থেকে কোনও ইমেল করা হয়নি।

 

অভিযোগ দায়ের হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, শিখা দাস ও সরল গ্রিন টেম্পেস্ট নামে একটি সংস্থার অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়েছে। এরপর চেতলার একটি এটিএমের মাধ্যমে ওই দুই অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ১৬ হাজার টাকা তুলে নেওয়া হয়।

 

এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয় দু’জনকে। কলকাতায় আসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল। মঙ্গলবার আলিপুর রোড ও বর্ধমান রোড ক্রসিং থেকে গ্রেফতার করা হয় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে। মুম্বই নিয়ে যেতে ধৃতদের ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং নাম ভাঁড়িয়ে প্রতারণার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের প্রাথমিক জেরায় গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এই চক্রের সঙ্গে হায়দরাবাদের যোগসূত্র রয়েছে। গোয়েন্দাদের অনুমান, প্রতারণাচক্রের মধ্যে রয়েছে পেশাদার হ্যাকারও।