কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজই বঙ্গে পা রাখল বর্ষা। কলকাতার বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়।


আজ ভোর থেকেই মেঘলা ছিল কলকাতার আকাশ। তারপরই শুরু হয় বৃষ্টি। আচমকা এই বৃষ্টিতে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। একেই পর্যাপ্ত পরিমাণ বাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ছিল, এবার মুষলধারে বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা।


ইতিমধ্যেই বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত পৌঁছেছে মৌসুমি বায়ু। অন্যদিকে, ছত্তীসগঢ় ও ওড়িশাতে ঢুকে পড়েছে বর্ষা। বাংলায় বর্ষার প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্য জেলাগুলিতে।


দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার অবস্থান পশ্চিম মধ্য ও ও উত্তর-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টা ওড়িশা ও অন্ধ্র উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।