কলকাতা:  আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়। পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শুরু সোমবার সন্ধ্যেয়। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল মঙ্গলবার সকালেও। একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয় .......

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,

রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি, দুটি নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনাতেও।

বৃষ্টি না হলেও দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই বর্ধমানে দিনভর আকাশ ছিল মেঘলা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

উত্তরবঙ্গের ৫ জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্জ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি, আগামী দুদিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।