কলকাতা: আগামীকাল আকাশে দেখা যাবে সবচেয়ে ‘ছোট চাঁদ’। ১৫ বছর অন্তর এই বিরল ঘটনা দেখা যায়।
কলকাতার এমপি বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট থেকেই চাঁদ চলে যাবে ‘এপিজে’-তে। কাল, শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে থাকবে ‘এপিজে’-র সবচেয়ে দূরের বিন্দুতে। কিন্তু, সকালের ঝাঁ ঝাঁ রোদে সেই চাঁদ দেখা যাবে না। তবে ওই সময় চাঁদের রং বদলে যাবে বলে গুজব রটেছে। চাঁদের রং আদৌ বদলাবে না। ওই ঘটনা আবার ঘটবে ২০৩০ সালের ১০ ডিসেম্বর।
পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে চাঁদ যখন সবচেয়ে দূরে চলে যায়, তখন তাকে স্বাভাবিক নিয়মেই ছোট দেখায়। পৃথিবী থেকে কক্ষপথে সবচেয়ে দূরে যে বিন্দুটিতে থাকে চাঁদ, তাকে বলা হয় ‘এপিজে’। সাধারণত পৃথিবী থেকে চাঁদ তার কক্ষপথে থাকে গড়ে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে। কিন্তু সেই চাঁদ যখন পৌঁছয় ‘এপিজে’-তে, তখন পৃথিবী থেকে তার উপগ্রহটির দূরত্ব হয় ৪ লক্ষ ৬ হাজার ৩৫০ কিলোমিটার। তার সাইজ কম করে ১৪ শতাংশ কমে যাবে।
দুয়ারি জানিয়েছেন, চাঁদের রঙ থাকবে খানিকটা রুপোলি মুক্তোর মতো। যেরকম গুঞ্জন উঠছে গোলাপী বা সবুজ চাঁদ দেখা যাবে, তা ঠিক নয়।
আগামীকাল দেখা যাবে সবচেয়ে ছোট চাঁদ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2016 04:24 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -