হাওড়া:  রাজ্য জুড়ে ডেঙ্গির আতঙ্ক। প্রায় প্রতিদিনই আসছে মৃত্যুসংবাদ। এই পরিস্থিতিতে উদ্বেগের ছবি ধরা পড়েছে হাওড়া স্টেশন চত্বরে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে রেললাইনে দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল। তাতে দেখা গিয়েছে মশার লার্ভা।

নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল জমে থাকলেও, তা পরিষ্কারের কোনও উদ্যোগই নেয়নি হাওড়া স্টেশন কর্তৃপক্ষ। এমনকি, প্ল্যাটফর্ম ধোওয়া জলও গিয়ে জমছে রেললাইনের মাঝে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন। রাজ্য জুড়ে যখন ডেঙ্গি নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে, তখন এমন ব্যস্ততম স্টেশন পরিচ্ছন্ন রাখার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।

মাসখানেক আগে এক জনস্বার্থ মামলায় এই প্রসঙ্গে হাওড়া স্টেশন কর্তৃপক্ষের জবাবদিহিও চেয়েছিল জাতীয় পরিবেশ আদালত। যদিও, এ ব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি হাওড়া স্টেশন কর্তৃপক্ষের।