কেষ্টপুরে এক মহিলা ও শিশুপুত্রের রহস্যমৃত্যু, আটক স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2017 12:10 PM (IST)
কলকাতা: কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে মা ও চার বছরের ছেলের রহস্যময়ভাবে মৃত্যু হল। মুখে গ্যাঁজলা ওঠা অবস্থায় তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়। নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত মহিলার নাম বিজয়লক্ষ্মী রেড্ডি ও শিশুটির নাম গৌরব রেড্ডি। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় কাজ থেকে বাড়ি ফিরে ওই দু’জনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বামী সোনু রেড্ডি। গতকাল সকালে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঘটনার পর সোনু রেড্ডিকে আটক করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এই দম্পতি দু’বছর আগে রবীন্দ্রপল্লীতে বাড়ি করে থাকতে শুরু করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।