কলকাতা:  ডেবিট কার্ড জালিয়াতদের হাত থেকে রেহাই নেই সাংসদেরও। অভিযোগ, এসবিআই ম্যানেজার পরিচয় দিয়ে ফোনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়।


দেশ জুড়ে ডেবিট কার্ড জালিয়াতির শিকার সাধারণ মানুষ তো হচ্ছেনই...রেহাই পাচ্ছেন না সাংসদও।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ডেবিট কার্ড জালিয়াতির চেষ্টা।

সিপিএম সাংসদ জানিয়েছেন, শনিবার সকালে তাঁর কাছে অজানা একটি নম্বর থেকে ফোন আসে। বলা হয়, এসবিআইয়ের বান্দ্রা শাখার ম্যানেজার বলছেন। ঋতব্রতর থেকে ডেবিট কার্ডের কিছু তথ্য তিনি জানতে চান।
সিপিএম সাংসদ গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁকে কে ফোন করেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে দেশের বিভিন্ন ব্যাঙ্কের বত্রিশ লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।

এক ধাপ এগিয়ে, মোবাইল ফোন হ্যাক করে তথ্য-ফাঁস রুখতে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে,

মন্ত্রিসভার বৈঠকে যেন কোনও মন্ত্রী স্মার্ট ফোন বা মোবাইল ফোন নিয়ে না আসেন।

প্রত্যেক মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারিকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।