কলকাতা: বিজেপির জয়যাত্রা শুরু হয়েছে। বাংলা, ওড়িশার দেরি নেই। সময়ের অপেক্ষা। তৃণমূলের পতন হবে। বুধবার কলকাতায় ছিল বিজেপির আইন অমান্য কর্মসূচি। তবে পঞ্চায়েত ভোটের আগে বুধবার সেই মঞ্চ থেকে বারবার তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতারা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, এবার বাংলা, পারলে সামলা। পঞ্চায়েত থেকে কষ্টের দিন শুরু হবে।
ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাওয়া মুকুল রায় তো পুরনো দল তৃণমূলকে আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল চোরের দল। সবথেকে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা সুর চড়িয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও মুকুল সম্পর্কে বলেন, নিজেই চোর। কত বড় চোর আমরা জানি!

মুকুল অবশ্য এখানেই থামেননি। একসময়ে তৃণমূলে থেকে যে বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন, এদিন তার সঙ্গেই তুলনা টেনে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, জ্যোতি বসুর সময়ে এমন টেররিজম হত না। পুলিশ রাজে সিদ্ধার্থ রায়কে ছাড়িয়ে গেছে এই জমানা।
একই সুরে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতা রাহুল সিংহও হুঁশিয়ারি দেন, ২০১৯ আপনাদের শেষ সাল। বাংলাকে মমতা থেকে মুক্তি দেব।
তৃণমূল এসব আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ হলেও দু’পক্ষের বাগযুদ্ধে রাজ্য রাজনীতি ফুটছে।