কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহেই বিজেপিতে নাম লেখাচ্ছেন তৃণমূলের প্রাক্তনী মুকুল রায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বরিষ্ঠ বিজেপি নেতা বলেছেন এ কথা।
এ সপ্তাহেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে এ বিষয়ে চূড়ান্ত কথা বলবেন দলের সাধারণ সচিব ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়। এরপর মুকুলের বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে পাকাপাকিভাবে ঘোষণা হবে।
যদিও এ ব্যাপারে মুকুলের মতামত জানা যায়নি।
প্রদেশ বিজেপি গত সপ্তাহ পর্যন্তও মুকুল প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিল। মুকুলের গায়ে নারদের দাগ থাকায় তাঁকে নিলে দল আদৌ কতটা উপকৃত হবে তা নিয়ে সন্দিহান ছিল একটা ভাগ। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলকে নিতে অত্যন্ত আগ্রহী থাকায় তারা নিজেদের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলেছে। কৈলাস বিজয়বর্গীয়ও চান, বিরল সাংগঠনিক দক্ষতার অধিকারী মুকুল বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করুন।
দলের এক নেতা জানিয়েছেন, প্রদেশ বিজেপিতে ভাল সংগঠকের অভাব। তাই প্রথম থেকেই মুকুলকে নিয়ে উৎসাহী ছিলেন কৈলাস। তাঁর দারণা, মুকুলকে নিলে আগামী বছর পঞ্চায়েত ভোট ও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি উপকৃত হবে।
সম্ভবত আগামী মাসে বিজেপিতে আসছেন মুকুল, বলছেন দলীয় নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2017 12:25 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -