কলকাতায় এবার মারণ মাদক মাশরুমের হদিশ, ডিজে-সহ গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 10:32 AM (IST)
কলকাতা: এলএসডি, এমডিএমএ-র পর এবার উদ্ধার মারণ মাদক মাশরুম। ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরের হাতে এক ডিজে-সহ গ্রেফতার ৩। এনসিবি সূত্রে খবর, কলেজপড়ুয়া ছাড়াও বিভিন্ন পার্টিতে এই মাদক সরবরাহ করা হত। ধৃতদের কাছ থেকে মাশরুম ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর এলএসডি, এমডিএমএ উদ্ধার হয়েছে। পূর্ব ভারতে এই প্রথম ‘মাশরুম’ নামে মাদকের হদিশ পাওয়া গেল। ধৃতদের জেরা করে এই চক্রে আরও কারা জড়িত, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে, ধৃত তিনজনকে আজ আদালতে তোলা হবে।