গড়িয়া: মায়ের মৃত্যু মেনে নিতে না পেরেই কি আত্মহত্যা? একই বাড়ি থেকে মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার গড়িয়ার কানুনগো পার্কে।
বেশ কয়েকদিন ধরেই বন্ধ বাড়ি। দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করল ২টি পচাগলা মৃতদেহ। গড়িয়ার কানুনগো পার্কে মা ও ছেলের রহস্যমৃত্যুর ঘটনায় অবাক এলাকাবাসী।
প্রতিবেশীরা জানিয়েছেন, ৮৮ বছরের মঞ্জুশ্রী মিত্র দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর সঙ্গে থাকতেন ছেলে শুভময়। বেশ কয়েকদিন ধরেই তাঁদের বাড়ির বাইরে বেরতে দেখেনি প্রতিবেশীরা। কয়েকদিন ধরে সেই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পুলিশকে জানান প্রতিবেশীরা।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে মায়ের দেহ ও বছর পঞ্চাশের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে বৃদ্ধার শরীরে সন্দেহজনক কোনও প্রমাণ মেলেনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু বলে অনুমান।
পুলিশ আরও জানিয়েছে, প্রায় ৭-৮ দিন আগে মায়ের মৃত্যু হয়। তার জেরে একাকীত্ব থেকে ছেলে আত্মঘাতী কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
গড়িয়ায় বাড়ি থেকে উদ্ধার জোড়়া পচাগলা দেহ, মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী ছেলে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 10:46 AM (IST)
মায়ের মৃত্যু মেনে নিতে না পেরেই কি আত্মহত্যা? একই বাড়ি থেকে মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার গড়িয়ার কানুনগো পার্কে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -