কলকাতা: মানিকতলায় বধূর মৃত্যু ঘিরে রহস্য। আবাসনের নীচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৪টে নাগাদ মানিকতলা থানার ধোপার মাঠ এলাকায় বহুতলের নীচে ওই মহিলার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। বধূর পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন ওই মহিলা। তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। তবে তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর নেপথ্য অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বধূর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।