ম্যানেজমেন্ট পড়ুয়ার রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2017 11:23 AM (IST)
কলকাতা: অভিজাত ক্লাবের স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার তরুণীর দেহ। আজ সকালে সন্তোষপুরে ইএমবাইপাস সংলগ্ন একটি ক্লাবের স্টাফ কোয়ার্টার থেকে বছর বাইশের এই তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর বাড়ি উত্তর দিনাজপুরে। হোটেল ম্যানেজমেন্ট পড়তে কলকাতায় এসেছিলেন। উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তাঁকে খুন করা হয়েছে, না কি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও ঘটনাটি খতিয়ে দেখছেন।