কলকাতা: বুধে সৌগত রায়। বৃহস্পতিতে শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে আরও এক হেভিওয়েট তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন মন্ত্রী তথা কলকাতার মেয়র। যখন বাইরে বেরোন, তখন ঘড়িতে সন্ধে ছ’টা! অর্থাত সাত ঘণ্টা। সিবিআই সূত্রে দাবি, শীর্ষ এই তৃণমূল নেতার বয়ানে মোটেও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তিনি নানা বিষয়ে তথ্য গোপন করেছেন। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থাকে সহযোগিতার কথাই বলেছেন কলকাতার মেয়র। শোভন চট্টোপাধ্যায় বলেন, সহযোগিতা করেছি। কাল ডাকা হয়েছে, আবার আসব। সিবিআই সূত্রে দাবি, শোভন চট্টোপাধ্যায়কে ম্যাথু স্যামুয়েল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। মেয়র দাবি করেন, তাঁর কাছে অনেকেই আসেন, ক’জনকে মনে রাখবেন! তিনি মনে করতে পারছেন না। সূত্রের খবর, মেয়রকে বসিয়ে রেখেই, তাঁর বয়ান ফ্যাক্স করে দিল্লির সদর দফতরে পাঠান সিবিআইয়ের কলকাতার তদন্তকারীরা। সেখান থেকে সবুজ সঙ্কেত আসার পরই শোভন চট্টোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার সকাল এগারোটায় ফের তাঁকে তদন্তকারী অফিসারদের সামনে হাজির হতে হবে। আনতে হবে সংশ্লিষ্ট নথিপত্র।
নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2017 12:48 PM (IST)