কলকাতা: সিবিআই তদন্ত চালিয়ে যাবে। তবে দুর্নীতি দমন আইনে কেন মামলা হল, সেই ব্যাখ্যাও তাদের দিতে হবে। নারদকাণ্ডে অভিযুক্ত, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট।
নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানের শেষে সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতে নাম রয়েছে অপরূপা পোদ্দারের। এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী শুক্রবার নির্দেশ দেন, সিবিআই যেমন তদন্ত করছে, তেমনই করবে। অপরূপা পোদ্দারের কাছ থেকে যদি কোনওরকম সাহায্য প্রয়োজন হয়, তাহলে তিনি তদন্তকারী সংস্থাকে সাহায্য করবেন।
এর আগে ২৫ তারিখের শুনানিতেও বিচারপতি প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত চললে অসুবিধা কোথায়? মামলা যে পর্যায়ে আছে, তাতে আদালতের কোনও হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। এই মামলার তদন্ত চলুক। তবে এফআইআর খারিজের আবেদনে অপরূপা পোদ্দারের আইনজীবী যুক্তি দেন,
যখন স্টিং অপারেশন চালানো হয়, তখন অপরূপা পোদ্দার জনপ্রতিনিধি ছিলেন না। তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা করা যায় না।
এই প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী এদিন নির্দেশ দেন, নারদকাণ্ডে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর করেছে সিবিআই। প্রাথমিক অনুসন্ধানে এখনও পর্যন্ত কী জানা গিয়েছে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সিবিআইকে আদালতের সামনে পেশ করতে হবে।
অপরূপা পোদ্দার বলছেন, স্টিং অপারেশনের সময় তিনি সাংসদ ছিলেন না। তাহলে তাঁর বিরুদ্ধে কীকরে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হল, সেই ব্যাখ্যাও সিবিআইয়ের আইনজীবীকে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১০মে।