কলকাতা: একদিকে মন্ত্রী-সাংসদদের নোটিস, অন্যদিকে জিজ্ঞাসাবাদ, ভয়েস স্যাম্পল সংগ্রহ। নারদকাণ্ডে তৎপর সিবিআই ও ইডি। তৃণমূল সাংসদ সুলতান আহমেদ ও তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদের ভয়েস স্যাম্পল চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, কন্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেন বিধায়ক ও সাংসদ। কিন্তু সিবিআইও নাছোড়। শেষমেশ দূরদর্শনের কাছ থেকে সাংসদ ও বিধায়কের শপথগ্রহণের ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেখান থেকে ভয়েস স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি নারদকাণ্ডে বুধবার রাতে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও তলব করে সিবিআই। বৃহস্পতিবার, সিবিআইকে আইনজীবী মারফত সুব্রত মুখোপাধ্যায় জানিয়ে দেন, ২১ জুলাইয়ের পর তিনি যাবেন।
নারদকাণ্ড: সুলতান ও ইকবাল আহমেদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করল সিবিআই, নোটিস কাকলিকে, হাজিরা এড়ালেন সুব্রত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2017 02:47 PM (IST)