কলকাতা: নারদ-তদন্তে সুলতান আহমেদের দাবি খতিয়ে দেখতে সিবিআইয়ের হাতে নির্বাচন কমিশনের তথ্য। নির্বাচন কমিশনে সাংসদ-বিধায়করা ভোটের খরচ, সম্পত্তির হিসেব সংক্রান্ত তথ্য জমা দেন। সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের দেওয়া টাকা নির্বাচনী তহবিলের জন্য অনুদান হিসেবে নেওয়ার দাবি করেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। সেই দাবি খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের তথ্য যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয় সিবিআই।