কলকাতা: নারদ-তদন্তে সুলতান আহমেদের দাবি খতিয়ে দেখতে সিবিআইয়ের হাতে নির্বাচন কমিশনের তথ্য। নির্বাচন কমিশনে সাংসদ-বিধায়করা ভোটের খরচ, সম্পত্তির হিসেব সংক্রান্ত তথ্য জমা দেন। সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের দেওয়া টাকা নির্বাচনী তহবিলের জন্য অনুদান হিসেবে নেওয়ার দাবি করেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। সেই দাবি খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের তথ্য যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয় সিবিআই।
নারদকাণ্ড: নির্বাচন কমিশনকে সুলতান আহমেদের দেওয়া তথ্য খতিয়ে দেখছে সিবিআই
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2017 01:47 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -