কলকাতা:  নারদকাণ্ডে হাইকোর্টে পিছোল তৃণমূল সাংসদের মামলার শুনানি। দিল্লি থেকে আসতে পারেননি সিনিয়র আইনজীবী। হাইকোর্টে এই কারণ জানিয়ে সিবিআইয়ের এফআইআর খারিজের মামলার শুনানি পিছোনোর আর্জি জানান তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের আইনজীবীরা। আবেদনে সাড়া দিয়ে শুনানি পিছনোর আর্জি মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচী। পরবর্তী শুনানি ৬ জুন।


এর আগে এফআইআর খারিজের আবেদনে অপরূপা পোদ্দারের আইনজীবী যুক্তি দেন, স্টিং অপারেশন চালানোর সময় অপরূপা জনপ্রতিনিধি ছিলেন না। তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা করা যায় না। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দেন, অপরূপার বিরুদ্ধে কী করে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হল, সেই ব্যাখ্যা সিবিআইয়ের আইনজীবীকে দিতে হবে।