নারদকাণ্ড: আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে তলব লালবাজারে
Web Desk, ABP Ananda | 12 Jul 2016 04:57 PM (IST)
কলকাতা: নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের পর এবার স্টিং কাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে তলব করল লালবাজার। মার্চ মাসে ভোটের আগে স্টিং অপারেশনের একাধিক ফুটেজ প্রকাশ করে নারদ নিউজ। সেই ফুটেজেই দেখা গিয়েছিল এসএমএইচ মির্জাকে। ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এই আইপিএসের বিরুদ্ধে। এবার সেই স্টিংকাণ্ডের তদন্তে মির্জাকে ডেকে পাঠাল লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানিয়েছেন, এসএমএইচ মির্জাকে বুধবার লালবাজারে আসতে বলা হয়েছে। নারদ নিউজের দাবি, এই স্টিং অপারেশন ২০১৪-র লোকসভা ভোটের কিছু আগে শুর হয়েছিল। সে সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন এসএমএইচ মির্জা। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।