নারদ মামলা: 'ম্যাথ্যুর কাছ থেকে টাকা নিয়েছিলাম', সিবিআইয়ের জেরায় 'স্বীকার' আইপিএস মির্জার
ABP Ananda, web desk | 24 Jun 2017 11:07 AM (IST)
কলকাতা: ম্যাথ্যু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছিলাম। নারদকাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি আইপিএস এসএমএইচ মির্জার। সূত্রের খবর, টাকা নেওয়ার কথা স্বীকার করলেও, আইপিএস অফিসারের দাবি, তিনি ম্যাথ্যুর কাছ থেকে ওই টাকা অনাথ আশ্রমের শিশুদের জন্য অনুদান হিসেবে নিয়েছিলেন। পাশাপাশি, নারদ কর্ণধার ম্যাথ্যু স্যামুয়েলের সামনে এক সাংসদকে ফোন করার কথাও স্বীকার করেছেন এসএমএইচ মির্জা। তবে তাঁর দাবি, নারদকাণ্ডের সঙ্গে ওই ফোনালাপের কোনও যোগ নেই। ব্যক্তিগত কারণে সাংসদকে ফোন করেছিলেন পুলিশকর্তা। সিআইডি সূত্রে খবর, এসএমএইচ মির্জার বক্তব্যে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। নারদকাণ্ডে বাকিদের জিজ্ঞাসাবাদ করে, বয়ান খতিয়ে দেখে, প্রয়োজনে ফের তলব করা হতে পারে এসএমএইচ মির্জাকে।